বঙ্গবন্ধু, তিনি বাংলাদেশ, তিনি আমাদের জাতির পিতা, আমার ভালোবাসা। আমার দৃস্টিতে ভালোবাসার মানুষের প্রতি শ্রদ্ধা জানানোর উপায় হলো তার জন্য কোন কাজ করা। তার কথা অনুযায়ী নিজের জীবন গড়ে তোলা। সে অনুযায়ী ভাবলাম বঙ্গবন্ধুর শাহাদাত দিবসে তাঁর জন্য কাজ করব, সময় ব্যয় করব। কি করব তা ভাবতে ভাবতে মনে হলো বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ একটি ভাষণকে লিখিতভাবে উপস্থাপন করি। সে ভাবনা থেকেই এ কাজটি করা। ১৯৭৫ সালের জানুয়ারি মাসের ১১ তারিখ বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রথম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয়, কুমিল্লা সেনানিবাসে অস্থায়ীভাবে নিমির্ত বাংলাদেশ মিলিটারি একাডেমি প্রাঙ্গণে। সেই প্যারেডে প্রধান অতিথি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গন্ধুর ভাষণ ১১ জানুয়ারি ১৯৭৫ ‘মনে রেখো, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। তুমি যখন শাসন করবা সোহাগ করতে শেখো। তাদের দুঃখের দিনে পাশে দাঁড়িও। তাদের ভালোবেসো। কারণ, তোমার হুকুমে সে জীবন দেবে। তোমাকে শ্রদ্ধা অর্জন করতে হবে। সে শ্রদ্ধা অর্জন করতে হলে তোমাকে শৃঙ্খলা শিখতে হবে। নিজকে সৎ হতে হবে, নিজকে, দেশকে ভালোবাসতে
I am Md. Faridul Islam, borne at Bangladesh, now working at UAE. Mother language Bangla. Now for professional purposes trying to write in English.