আজ সকালে নরসিংদী থেকে ঢাকায় আসলাম, আসার পথে পোড়ানো বাসটিকে দেখলাম, বাসটি দেখে বোঝাই যাচ্ছে না যে এটি একসময় রাস্তায় চলত! ভাবছিলাম যার জন্যে এই বাসটিকে জীবন দিতে হলো সেই নেতা মহোদয় কি বুঝবেন, কেন এই ক্ষোভ, কেন এ জ্বালাও পোড়াও?
ঢাকায় আসার পরে শুনলাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। আগামীকাল হরতাল!!
আমার প্রশ্ন, ধাওয়া পাল্টা ধাওয়া, জ্বালাও পোড়াও, হরতাল হলে তো আমাদেরই ক্ষতি, আমাদের অর্থনীতির ক্ষতি।
কিন্তু আমেরিকা তার বিশাল অর্থনীতি তো আরও চাঙ্গা হচ্ছে এবং হবেই। আমেরিকা হয়তো চাচ্ছে মুসলিম দেশগুলো অস্থিতিশীল হয়ে যাক,যতটুকু উন্নতি তারা করেছে, এটাই বেশি, আর নয়!! এবার শুধু দাঙ্গা ফ্যাসাদ, আমেরিকার বিবৃতি, পিছনে হাততালি।
থাক! এ ব্যাপারে আমার না ভাবলেও চলবে!
I am Md. Faridul Islam, borne at Bangladesh, now working at UAE. Mother language Bangla. Now for professional purposes trying to write in English.
Comments
Post a Comment