আজ হরতাল থাকায় বাসা থেকে অফিসে আসতে খুব একটা সমস্যা হয় নি। রাস্তায় যানবাহন তুলনামূলক কম ছিল। হরতাল ডেকেছে ধর্মভিত্তিক ও সমমনা ১২ দল, কিন্তু পত্রিকায় গতকালের যে ভাংচুরের ছবি দেখলাম তাতে মনেই হচ্ছে না এটি কোন ধর্মভিত্তিক দলের হরতাল!! মালিবাগ মোড়ে এসে দেখলাম যথারীতি ট্র্যাফিক জ্যাম। তবে হরতালে মনে হয় একটু সতর্ক হয়েছে সিআইডি অফিসের ড়্রাইভাররা। তারা তাদের গাড়িগুলো অফিসের ভেতরে রেখেছে। তাদের এ সুমতি যদি সবসময় থাকতো!!! হরতালের আওতায় যদি টেলিফোন, ইন্টারনেট, ডিশ লাইন প্রভৃতিও থাকতো তবে হয়ত পিকেটাররা এসব লাইনও কেটে দিত। এরকম হলে রাস্তার পাশের তারের জটলা থাকতো না। কারণ মানুষ সরকারি নির্দেশে এসব তার নামাচ্ছে না, তখন হয়ত পিকেটারের ভয়ে!!!
I am Md. Faridul Islam, borne at Bangladesh, now working at UAE. Mother language Bangla. Now for professional purposes trying to write in English.