Skip to main content

Posts

Showing posts from September, 2012

এলোমেলো চিন্তা

আজ হরতাল থাকায় বাসা থেকে অফিসে আসতে খুব একটা সমস্যা হয় নি। রাস্তায় যানবাহন তুলনামূলক কম ছিল। হরতাল ডেকেছে ধর্মভিত্তিক ও সমমনা ১২ দল, কিন্তু পত্রিকায় গতকালের যে ভাংচুরের ছবি দেখলাম তাতে মনেই হচ্ছে না এটি কোন ধর্মভিত্তিক দলের হরতাল!! মালিবাগ মোড়ে এসে দেখলাম যথারীতি ট্র্যাফিক জ্যাম। তবে হরতালে মনে হয় একটু সতর্ক হয়েছে সিআইডি অফিসের ড়্রাইভাররা। তারা তাদের গাড়িগুলো অফিসের ভেতরে রেখেছে। তাদের এ সুমতি যদি সবসময় থাকতো!!! হরতালের আওতায় যদি টেলিফোন, ইন্টারনেট, ডিশ লাইন প্রভৃতিও থাকতো তবে হয়ত পিকেটাররা এসব লাইনও কেটে দিত। এরকম হলে রাস্তার পাশের তারের জটলা থাকতো না। কারণ মানুষ সরকারি নির্দেশে এসব তার নামাচ্ছে না, তখন হয়ত পিকেটারের ভয়ে!!!

এলোমেলো চিন্তা

আজ সকালে নরসিংদী থেকে ঢাকায় আসলাম, আসার পথে পোড়ানো বাসটিকে দেখলাম, বাসটি দেখে বোঝাই যাচ্ছে না যে এটি একসময় রাস্তায় চলত! ভাবছিলাম যার জন্যে এই বাসটিকে জীবন দিতে হলো সেই নেতা মহোদয় কি বুঝবেন, কেন এই ক্ষোভ, কেন এ জ্বালাও পোড়াও? ঢাকায় আসার পরে শুনলাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। আগামীকাল হরতাল!! আমার প্রশ্ন, ধাওয়া পাল্টা ধাওয়া, জ্বালাও পোড়াও, হরতাল হলে তো আমাদেরই ক্ষতি, আমাদের অর্থনীতির ক্ষতি। কিন্তু আমেরিকা তার বিশাল অর্থনীতি তো আরও চাঙ্গা হচ্ছে এবং হবেই। আমেরিকা হয়তো চাচ্ছে মুসলিম দেশগুলো অস্থিতিশীল হয়ে যাক,যতটুকু উন্নতি তারা করেছে, এটাই বেশি, আর নয়!! এবার শুধু দাঙ্গা ফ্যাসাদ, আমেরিকার বিবৃতি, পিছনে হাততালি। থাক! এ ব্যাপারে আমার না ভাবলেও চলবে!